Bootstrap Image Preview
ঢাকা, ০৫ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গাদের ত্রাণ দিতে গিয়ে নিখোঁজ সৌদি প্রবাসীর সন্ধান মেলেনি ২৫ দিনও

আন্তর্জাতিক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৫ AM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৫ AM

bdmorning Image Preview


 

রোহিঙ্গাদের ত্রাণ দিতে গিয়ে নিখোঁজ হওয়া সৌদি প্রবাসী নোমানের খোঁজ মেলেনি এখনও। বিষয়টি উখিয়া থানায় জানানো হয়েছে; পুলিশও তাকে খুঁজে পায়নি।

২৫ দিন ধরে নিখোঁজ প্রবাসী নোমান ১৫ আগস্ট তার বন্ধুদের সঙ্গে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ সহায়তা দিতে যান। সেখানেই নিখোঁজ হন তিনি।

নোমানের পরিবার সূত্রে জানা যায়, কয়েকজন বন্ধুকে নিয়ে নোমান রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ দিতে যান। এ সময় তার সাথে আল আ‌মিন, মিজানসিরাজী, জাহাঙ্গীরআ‌মিরসহ আরও কয়েকজন ছিলেন।

ত্রাণসামগ্রী আর্মি চেকপোস্টে জমা দিতে গেলে সেখানকার কর্তৃপক্ষ উ‌খিয়া টিএনও অ‌ফিস থেকে ক্লিয়া‌রেন্স পেপার নি‌য়ে আস‌তে বলে। ক্লিয়ারেন্স পেপার নিয়ে ফেরার পথে ওইদিন দুপুর থেকে সে নিখোঁজ রয়েছে বলে জানায় তার পরিবার।

Bootstrap Image Preview