Bootstrap Image Preview
ঢাকা, ২৮ সোমবার, এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঈদে সংবাদ কর্মীদের ছুটি বাড়ানোর দাবি সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৫, ০৯:০২ PM
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৯:০২ PM

bdmorning Image Preview


আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদ কর্মীদের ঈদের ছুটি বাড়ানোর দাবি জানানিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম(এসআরএফ)।

বৃহস্পতিবার (২০ মার্চ) এসআরএফ সভাপতি মো. মাসউদুর রহমান ও  সাধারণ সম্পাদক গোলাম রব্বানী  এক বিবৃতিতে এ দাবি জানান। 

বিবৃতিতে এসআরএফ নেতারা বলেন, এবার ঈদে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘ  ছুটি পাচ্ছেন। ঈদের টানা পাঁচ দিন সরকারি ছুটির সঙ্গে এবার আগে-পরেও মিলছে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। সবকিছু মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মার্চের শেষ সপ্তাহ ও এপ্রিলের প্রথম সপ্তাহ যাবে ছুটির মধ্যে। অথচ সংবাদ মাধ্যম কর্মীদের কথা বিবেচনায় না নিয়ে নোয়াব মাত্র ৩ দিনের ছুটি ঘোষণা করেছে। এটা এক ধরণের বৈষম্য।নোয়াবের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সরকারি ছুটির সাথে মিলিয়ে ঈদের ছুটি  বাড়িয়ে কমপক্ষে ৫ দিন করার দাবি জানান তারা।

উল্লেখ্য,আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র ৩ দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)'।  নোয়াবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল ছুটি থাকবে। তবে চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর ১ এপ্রিল অনুষ্ঠিত হলে সে ক্ষেত্রে পরদিন ২ এপ্রিল সংবাদপত্র বন্ধ থাকবে। নোয়াবের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এরই মধ্যে বিভিন্ন সংগঠন বিবৃতি প্রদান করেছে।

Bootstrap Image Preview