মহেশখালীতে উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত সি-ট্রাক পরিষেবা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, খ্যাতনামা বুদ্ধিজীবী ড. মুহাম্মদ সলিমুল্লাহ খান এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিন।
উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিন বলেন, মহেশখালীতে শুধু সি-ট্রাক উদ্বোধন নয়, এর মাধ্যমে বহুবছরের ঘাট মাফিয়াদের অবসান ঘটতে যাচ্ছে।
তিনি আরও বলেন, ‘আজ শুধু সি ট্রাকের উদ্বোধন হয়নি, বহু বছর ধরে মহেশখালী ঘাটকে জিম্মি করে রাখা মাফিয়া চক্রের দুঃশাসনের অবসান ঘটেছে। এই দিনটি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সি-ট্রাক পরিষেবা চালুর মাধ্যমে সাধারণ মানুষ অবশেষে পাচ্ছেন নিরাপদ, সাশ্রয়ী ও নিয়মিত যাতায়াতের সুযোগ।’
এস এম সুজাউদ্দিন আরও বলেন, ‘ঘাট ভিত্তিক যাতায়াত ছিল অনিয়ম, দালালি ও শোষণের শিকার। আমরা বিশ্বাস করি, আজকের এই পদক্ষেপ শুধুই যোগাযোগ উন্নয়নের নয়, বরং এটি একটি সামাজিক বিপ্লবের সূচনা।’
তিনি মনে করেন, এই সি-ট্রাক পরিষেবা কক্সবাজার-মহেশখালী অঞ্চলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এই সি-ট্রাক পরিষেবার মাধ্যমে প্রতিদিন শতশত যাত্রী ও মালামাল পরিবহন করা সম্ভব হবে। যা স্থানীয় জনগণের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।