Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লালপুরে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২২ AM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২২ AM

bdmorning Image Preview


নাটোরের লালপুরে বিষধর সাপেড় কামড়ে কলেজ ছাত্র মেহেদী হাসান বাবুর (১৭) অকাল ও মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (১০ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়। 

সে লালপুর উপজেলার জয়রামপুর গ্রামের মোতালেব হোসেন ওরফে মত আলীর ছেলে এবং রামপাড়া স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।  সে কোরআনের একজন হাফেজ ছিল। পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগ দুড়দুড়ীয়া ইউনিয়নের একজন সক্রিয় সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ৯ টার দিকে বাবু তার বাড়ির পাশের পুকুর পাড়ের উপর দিয়ে মোবাইল নিয়ে হাটাহাটি করছিল। এ সময় একটি বিষধর সাপ বাবুকে কামড় দেয়।

স্থানীয় ওঝা ও কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক দেওয়া হয়। এরপর তার অবস্থা অবনতির দিকে গেলে বাবুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই বাবুর মৃত্যু হয়েছে।

নিহত বাবুর জানাযার নামাজ আজ সকাল ১০ টায় জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।

Bootstrap Image Preview