Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছবিতে ফাঁস সস্তা ‘আইফোন টেন সি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫০ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫০ PM

bdmorning Image Preview


মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের নতুন আইফোন উন্মুক্তের আর মাত্র একদিন বাকি। মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের নতুন আইফোন নিয়ে ইতোমধ্যেই শোনা গেছে বেশ কিছু গুজব। এবার ডিভাইসটির উন্মুক্ত অনুষ্ঠানকে সামনে রেখেই ফাঁস হলো নতুন সাশ্রয়ী দামের আইফোনের ছবি।

ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে ম্যাশেবলের খবরে বলা হয়, সস্তার এই ৬ দশমিক ১ ইঞ্চি আইফোন চার রঙে আসবে এবং এর মডেল নাম হবে ‘আইফোন টেন সি’।

তথ্য ফাঁসকারী বেন গেসকিন টুইটারে একটি ইমেজ পোস্ট করেন আইফোনের যেখানে নতুন এই আইফোনের চার রঙে পেছনের অংশ দেখা যাচ্ছে। লাল, সাদা, নীল এবং গোলাপি এই চার রঙের এই ফোনগুলো ছিল ডামি মডেল। আসল হ্যান্ডসেট নয়। তবে এর তথ্যগুলো কম বেশি সবারই জানা। কেননা বিভিন্ন খবর অনুযায়ী অ্যাপল এবার বেশ কয়েকটি নতুন রঙে আইফোন আনার কথা ভাবছে।

গেসকিনের ইমেজ ফাঁসের সবচেয়ে মজার দিক হলো, তিনি এই ফোনের মডেলের নাম প্রকাশ করেছেন। তবে ফাঁস হওয়া তথ্য যাই বলুক সঠিক তথ্য জানতে অ্যাপলের ১২ সেপ্টেম্বরের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। 

Bootstrap Image Preview