Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সালভাদরকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৬:২৬ AM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৬:২৬ AM

bdmorning Image Preview


আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সালভাদরকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। এই ম্যাচে ব্যাজিল অধিনায়ক নেইমার একটি করার সঙ্গে অ্যাসিস্টের হ্যাট্রটিক করেছেন তিনি। নেইমার ছাড়া বাকি চারটি গোলের দুটি রিশার্লিসন আর একটি করে গোল করেন মারকুইনহোস ও ফিলিপে কুতিনহো।

বুধবার সকালে ম্যাচের পুরোটাজুড়েই আধিপত্য দেখায় ব্রাজিল। ম্যাচের চার মিনিটের মাথায় দলকে এগিয়ে নেন নেইমার। ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাতীয় দলের হয়ে প্রথমবার শুরুর একাদশে খেলতে নামা রিশার্লিসন। একটু পর নেইমার পেতে পারতেন তার দ্বিতীয় গোল। কিন্তু তার শট লাগে ক্রসবারে। ৩০ মিনিটে অবশ্য নেইমারের বাড়ানো বল থেকেই ব্যবধান ৩-০ করেন ফিলিপে কুতিনহো।

দ্বিতীয়ার্ধের শুরুতে থেকেও একের পর এক আক্রমণ করতে থাকে ব্রাজিল। ৫০ মিনিটে সময় গোলের হালিও পূরণ করে ফেলে তারা। দলকে আবারও এগিয়ে দেন রিসারলিসন। হার্নান্দেজের ক্রস থেকে গোল করেন তিনি। গোল খেয়েও মাঝে মাঝে পাল্টা আক্রমণ করেছে এল সালভাদর। কিন্তু কাজের কাজ করতে পারেনি তারা। উল্টো ম্যাচের শেষ মিনিটে (৯০মিনিট) নেইমারের ক্রস থেকে বল পেয়ে স্কোরলাইন ৫-০ করেন মারকুইহোস।

Bootstrap Image Preview