Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অভিনয়ের জন্য প্রতিযোগিতায় নামছেন চার মন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪১ AM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪১ AM

bdmorning Image Preview


দীর্ঘদিন পর শুরু হতে যাচ্ছে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে সারাদেশ থেকে ঢাকাই চলচ্চিত্রের জন্য অভিনয়শিল্পী নির্বাচন করা হবে। তবে চমক হচ্ছে এই প্রতিযোগিতায় নাম লেখাবেন চার মন্ত্রী ও দুই সচিব।

আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে প্রতিযোগিতাটি। সেদিন থেকেই আবেদন করতে পারবেন প্রতিযোগীরা। প্রথম দিন প্রতীকীভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদন করবেন চার মন্ত্রী ও দুই সচিব। তাদের মাধ্যমেই অভিনয়ে আগ্রহীদের আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে।

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, আমাদের প্রতিযোগীতার আবেদন পত্র জমা নেওয়া শুরু হবে একটা অন্যরকম চমক দিয়ে। চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম আবেদন করবেন চারজন মন্ত্রী ও দুই সচিব। তবে সেটি হবে প্রতীক আবেদন। এরা হলেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। এছাড়াও তথ্য সচিব এম এ মালেক ও সংস্কৃতি সচিব নাসির উদ্দিন আহমেদও প্রতিকী অর্থে আবেদন করবেন।

এই অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, নবীন-প্রবীণ তারকাশিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরা। নায়ক, নায়িকা, পার্শ্ব-অভিনেতা, খলনায়ক, কমেডি ও শিশুশিল্পী এই ছয়টি ক্যাটাগরিতে শিল্পী নেওয়া হবে। আগামী ১৬ সেপ্টেম্বর থেকেই আবেদন করতে পারবেন অভিনয়ে আগ্রহীরা। এই রিয়েলিটি শো সম্প্রচার করবে এশিয়ান টিভি।

Bootstrap Image Preview