Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পোল্যান্ডের শ্রমবাজারে প্রবেশের অনুমতি পাচ্ছে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫১ AM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫১ AM

bdmorning Image Preview
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত


কূটনৈতিক প্রতিবেদক

এবার পোল্যান্ডের শ্রমবাজারে ঢুকতে অনুমতি পাচ্ছে বাংলাদেশ। ইতিপূর্বে বাংলাদেশ, ভারত, নেপাল থেকে কয়েক হাজার শ্রমিক কাজের সন্ধানে পোল্যান্ডে যাওয়ার চেষ্টা করে সফল হয়েছেন।

সম্প্রতি বাংলাদেশ, ভারত ও নেপাল থেকে যাওয়া শ্রমিকদেরকে দেশটির প্রতিষ্ঠানগুলো নিয়োগ দিয়েছে। মঙ্গলবার স্থানীয় পত্রিকার বরাত দিয়ে অনলাইন রেডিও পোল্যান্ড এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ, ভারত ও নেপাল থেকে কয়েক হাজার শ্রমিকের ওয়ার্ক পারমিট ইস্যু করেছে পোল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই এ সিদ্ধান্তের পর শুধু ভারতেই পোল্যান্ডের ভিসা চেয়ে আবেদন করেছেন ২৫ হাজার মানুষ। তবে তাদের ভিসার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লিতে পোল্যান্ড দূতাবাসে এত বেশি আবেদন জমা পড়েছে যে, কর্মকর্তারা তা সামলাতে হিমশিম খাচ্ছেন। এর মধ্যে অনেকে আট মাস আগে ভিসার জন্য আবেদন করেছেন; কিন্তু এখনও তারা ভিসার জন্য নথিবদ্ধ হতে পারেননি। কর্মী সংকটের কারণে এ বছর শুরুর পর মাত্র ৩৫০০ ভিসা ইস্যু করতে পেরেছে ওই দূতাবাস।

 

Bootstrap Image Preview