Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হরিপুরে ইনঞ্জিনিয়ার ও ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ

জে.ইতি
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৫ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৫ PM

bdmorning Image Preview


জে.ইতি, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের অন্তর্গত গোপালপুর ১৩৬নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

নিম্নমানের ইট-বালি ও রড এবং নাম মাত্র সিমেন্ট দিয়ে কাজ করায় ঢাকদহ গোপালপুর গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে আবেদ আলী নামে এক ব্যাক্তি গত ০৫/০৯/১৮ইং তারিখে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও দূর্নীতি দমন কমিশন বরাবর লিখিতভাবে অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি অর্থায়নে গোপালপুর ১৩৬নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের জন্য ১৭ লক্ষ ৪৩ হাজার টাকা বরাদ্দ প্রদান করে। কিন্ত হরিপুর উপজেলা প্রকৌশলী আব্দুর ছামাদ ও নির্মাণকারী ঠিকাদার সরকারি অর্থ আত্মসাত করেছেন বলে অভিযোগে পাওয়া গেছে।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শানীন আলম বলেন, কাজ করে ইনঞ্জিনিয়ার ও ঠিকাদার আমি এ বিষয়ে তেমন অবগত নই। কাজ হচ্ছে শুধু এইটুকু জানি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুর ছামাদ বলেন, আমার বিরুদ্ধে এক হাজার অভিযোগ হক সেটা কোনো বিষয় না। আমার কেউ কিছু করতে পারবে না।

Bootstrap Image Preview