Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘বাঘের মল-মূত্র ভারতীয় সেনাদের সার্জিক্যাল স্ট্রাইকের অন্যতম হাতিয়ার’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৭ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩১ PM

bdmorning Image Preview


নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভেতরে ঢুকে জঙ্গি আস্তানায় চালানো ভারতীয় সেনাবাহিনীর অভিযান সার্জিক্যাল স্ট্রাইকের সময় অন্যতম হাতিয়ার হিসেবে চিতাবাঘের মল-মূত্র ব্যবহার করা হয়েছিল।

দুই বছর আগে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালানো এই অভিযানের অন্যতম সদস্য জম্মু-কাশ্মিরের নওসেরা সেক্টরের সাবেক ব্রিগেড কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রাজন্দ্র নিমবোরকর এ তথ্য জানিয়েছেন।

২০১৬ সালে পাকিস্তানের ভূখণ্ডের ১৫ কিলোমিটার ভেতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। সীমান্তের ওই ঝটিকা অভিযানে পাকিস্তানের ২৯ জঙ্গি নিহত হয়। অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নিমবোরকরকে বিশেষ পুরস্কার তুলে দিলেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা মনোহর যোশি।

নিমবোরকর বলেন, অভিযানের আগে তিনি পুরো এলাকার খুঁটিনাটি জেনে নিয়েছিলেন। সেক্টরে থাকাকালীন আমাদের অভিজ্ঞতা হয়েছিল, ওই এলাকায় কুকুরের উপর হামলা চালায় চিতাবাঘের দল। ভয়ে রাতের দিকে এলাকার বাইরে বেরোয় না কুকুর।

তিনি বলেন, 'রণনীতি ঠিক করার সময় আমরা জানতাম ওই রুটে গ্রামে ঢোকার সময় কুকুর চিৎকার করে উঠবে। কুকুরের হামলা ঠেকাতে চিতাবাঘের মল ও মূত্র সঙ্গে নেয়া হয়েছিল। গ্রামের বাইরে তা ছড়িয়ে-ছিটিয়ে দেয়া হয়। এটা ভালো কাজে দেয়। কুকুর চুপচাপ গ্রামের ভেতরেই ছিল।'

সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়টি অত্যন্ত গোপন রাখা হয়েছিল বলেও জানান সাবেক এই সেনা কর্মকর্তা। তিনি বলেন, তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর আমাদের বলেছিলেন, এক সপ্তাহের মধ্যে অভিযান চালাতে। এক সপ্তাহ আগেই আমি বাহিনীকে বিষয়টি জানাই। তবে ঠিক কোথায় এই অভিযান চলবে, তা প্রকাশ করি আক্রমণের একদিন আগে।

Bootstrap Image Preview