Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাইকগাছায় শিবসা নদীর মৃত্যু ঘটায় পৌরসভা রয়েছে চরম আতঙ্কে

আব্দুল ওহাব বাবলু, পাইকগাছা প্রতিনিধি
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৩ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৩ PM

bdmorning Image Preview


পাইকগাছায় শিবসা নদীর মৃত্যু ঘটায় নদী সংলগ্ন পৌরসভা রয়েছে চরম আতঙ্কে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নদী তলদেশ ভরাট হওয়ায় সামান্য বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধি পেলেই পৌরসভা তলিয়ে যায়। ফলে জনগণ ও ব্যবসায়ীরা পড়ে চরম দুর্ভোগের কবলে।

পাইকগাছা পৌরসভার শিববাটী হতে হাঁড়িয়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার শিবসা নদী প্রবাহিত। নদীটি পলি জমে ভরাট হওয়ায় জোয়ারের পানি ধারণ ক্ষমতা কমে গেছে। ফলে জোয়ারের পানি সামান্য বৃদ্ধি পেলেই প্রবেশ করে বাজারের ভিতর।এছাড়া পৌর সদর সংলগ্ন কোন রক্ষা বাঁধ না থাকায় অতি সহজেই পানি ছাপিয়ে আসতে পারে। আবার পৌর সদরে যে কয়টি ড্রেনেজ তৈরী হয়েছে তা অপরিকল্পিত। যে কারণে নদীর পানি ড্রেনের মধ্যে দিয়ে অতি সহজে বাজারের মধ্যে প্রবেশ করতে পারে।

কারণ হিসেবে জানা যায়, শিবসা নদীটি পলি জমে চর ভরাটি হওয়ায় এবং ভূমিদস্যুরা চর ভরাটি জায়গা অবৈধ দখল করার কারণে নদীতে পানি ধারণ করার ক্ষমতা হারিয়েছে। এক্ষেত্রে নদীর তলদেশ ভরাট হয়ে লোকালয়ের চেয়ে উঁচু হওয়ায় নিম্নদিকে পানি ধাবিত হয়ে বাজার এলাকাসহ অন্যান্য এলাকা প্লাবিত হয়। একই সাথে সামান্য বৃষ্টি হলেই জোয়ারের পানি ও বৃষ্টির পানি একই সাথে সমস্ত বাজার এলাকা প্লাবনে রূপ নেয়। ব্যবসায়ী সহ সাধারণ জনগণের চলাচলে চরম বিঘ্নের সৃষ্টি হয়।

ইতোমধ্যে পাইকগাছা পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে স্বীকৃতি পেলেও উন্নয়ন হয়নি পৌর এলাকা ও সংলগ্ন একমাত্র নদী শিবসা। উক্ত নদীটির খনন কাজ অতি দ্রুত শুরু না হলে পৌরসভার বাজার এলাকায় ব্যবসা পরিচালনা সহ পৌর এলাকার জনসাধারণের বসবাস অনুপযোগী হয়ে পড়বে।

স্থানীয় মাংস ব্যবসায়ী ও মাছ ব্যবসায়ীরা বলেন, আমাদের বাজারের পাশেই যে ড্রেনেজটি রয়েছে সামান্য বৃষ্টি ও জোয়ারের পানি আসলেই বাজারের পাশের রাস্তাগুলি তলিয়ে যায়। যে কারণে ক্রেতারা আসতে পারে না। অনেক সময় আমাদের মাছ-মাংস নষ্ট হয়ে যায়।

স্বর্ণপট্টির ব্যবসায়ীরা জানান, জোয়ারের পানি ড্রেনের মধ্য দিয়ে বাজারে প্রবেশ করে এলাকা দূষিত করে ফেলে। কারণ উক্ত পানিতে ময়লা আবর্জনা সংমিশ্রন হয়ে বাজারের মধ্যে চলে আসে।

এলাকার সচেতনমহল বলেন, আমরা নামে মাত্র প্রথম শ্রেণীর পৌরসভা পেয়েছি। কিন্তু কাজের কিছুই হচ্ছে না। পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা বাজারের সমস্ত ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলে ড্রেনের নিকট ফেলানোর কারণে উক্ত ময়লা আবর্জনা জোয়ারের পানিতে পুনরায় বাজারের ভিতর প্রবেশ করায় বাজার দূষিত হচ্ছে।

পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, পৌরসভার শহর রক্ষা বাঁধ নির্মাণ এবং পানি নিস্কাশনের জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করেছি। যা প্রক্রিয়াধীন আছে। অতি দ্রুত সমস্যার সমাধান হবে।

Bootstrap Image Preview