Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপ জয়ী ফুটবলারকে ৬৫ হাজার ডলার জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৪ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৪ AM

bdmorning Image Preview
বিশ্বকাপ জয়ী ফুটবলারকে ৬৫ হাজার ডলার জরিমানা


মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ধরা পড়েছিলেন। হাজতবাসের মতো বড় শাস্তি হতেই পারত। ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক হুগো লরিস তার হাত থেকে বাঁচলেন বটে, তবে ২০ মাস গাড়ি চালাতে পারবেন না তিনি। ৬৫ হাজার ডলার জরিমানাও দিতে হবে তাঁকে।

রাশিয়ায় লরিসের হাতেই উঠেছিল বিশ্বকাপ। ৩১ বছর বয়সী গোলরক্ষক হয়ে উঠেছিলেন ফ্রান্সের জাতীয় নায়ক। বিশ্বের সেরা গোলরক্ষকদের মধ্যেও নিজের জায়গা করে নিয়েছিলেন।

কিন্তু, গত ২৪ অগস্ট লন্ডনে তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ধরা পড়েন। ইংল্যান্ডে যতটা অ্যালকোহল সেবন করে গাড়ি চালানো আইনের মধ্যে, তার দ্বিগুণেরও বেশি অ্যালকোহল নিয়েছিলেন তিনি। এক বিবৃতিতে এ জন্য ক্ষমাও চান তিনি।

বুধবার ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে শুনানিতে হাজিরা দিয়েছিলেন লরিস। সেখানেই তাঁর আইনজীবী লরিসের ক্ষমা প্রার্থনার কথা জানান। এই অপরাধের জন্য ছয় মাসের হাজতবাস হতে পারত প্রিমিয়ার লিগে টটেনহ্যামের গোলরক্ষক লরিসের। কিন্তু, তত কড়া শাস্তি দেওয়া হয়নি। ড্রাইভিংয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে। জরিমানাও করা হয়েছে।

Bootstrap Image Preview