Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা করল বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৩ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৩ AM

bdmorning Image Preview
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা করল বাংলাদেশ


আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের জন্য বুধবার বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বাগতিক বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে তৌহিদ হৃদয়কে।  হৃদয়য়ের সহ অধিনায়ক হিসেবে আছেন শামিম হোসেন।

আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ঢাকা, বিকেএসপি এবং চট্ট্রগামে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে দুই গ্রুপে বিভক্ত হয়ে মোট আটটি দল অংশগ্রহণ করবে। বি’ গ্রুপে বাংলাদেশর প্রতিপক্ষ পাকিস্তান, শ্রীলংকা ও হংকং। বি’ গ্রুপে খেলবে ভারত, আফগানিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এ’ গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সাভারের বিকেএসপিতে এবং বি’ গ্রুপের সব চট্টগ্রামে। টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ দল : তৌহিদ হৃদয় (অধিনায়ক), শামিম হোসেন (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, সাজিদ হোসেন সায়েম, প্রান্তিক নওরোজ নাবিল, অমিত হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, মিনহাজুর রহমান, মোহাম্মদ রিসাদ হোসেন, শরিফুল ইসলাম, মেহেদি হাসান, মুত্যুঞ্জয় চৌধুরী নিপুন, অভিষেক দাস।

স্ট্যান্ড বাই : মাহমুদুল হাসান জয়, প্রিতম কুমার, তানজিম হাসান সাকিব, আব্দুল্লাহিল গালিব।

Bootstrap Image Preview