Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে স্ত্রীসহ ৫ জনকে খুনের পর যুবকের আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৩ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৩ AM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডে নিজের স্ত্রীসহ ৫ জনকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন এক যুবক। 

বুধবার (১২ সেপ্টেম্বর) এই হামলার ঘটনা ঘটে।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্থানীয় বাসীন্দা শেরিফ ডনি ইয়ংব্লাড জানান, বুধবার ওই ব্যক্তি বেকার্সফিল্ডের ট্রাক কোম্পানিতে ঢুকে প্রথমে তার স্ত্রী এবং এক পুরুষকে গুলি করে হত্যা করে।

এরপর কোম্পানি থেকে বের হয়ে ওই কোম্পানির আরো একজনকে ধাওয়া করেন এবং এক দোকানের সামনে ফেলে প্রকাশ্যে তাকে খুন করেন। তারপরে ওই যুবক একই এলাকার এক বাড়িতে ঢুকে আরো দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেন।

এরপর এক নারীর কাছ থেকে গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করেন। কিন্তু এ সময় শেরিফের এক ডেপুটি তার পথরোধ করে দাঁড়ান। তখন একই অস্ত্র মাথায় ঠেকিয়ে গুলিকরে আত্মহত্যা করেন ঘাতক নিজেও।

তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি। তবে তিনি কি কারণে এতগুলো মানুষকে খুন করছেন তা জানা যায়নি। এই সিরিজ হত্যার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Bootstrap Image Preview