Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তালায় ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

এসএম বাচ্চু
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:২৫ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:২৫ PM

bdmorning Image Preview


এসএম বাচ্চু, তালা প্রতিনিধি:

তালায় ২০ পিস ইয়াবাসহ নূরুজ্জামান মিলন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই শেখ মোঃ আজগর আলীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বারুইহাটি গ্রামের আবুল বাশারের ছেলে নূরৃজ্জামান মিলনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঘরের মধ্য থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় তালা থানায় মিলনকে প্রধান আসামি করে তার স্ত্রী রুনা বেগম (৩০) নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে তার স্ত্রী রুনা বেগম পলাতক রয়েছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, মামলার অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ সময় তিনি আরো জানান, দীর্ঘদিন যাবৎ মিলন ও তাঁর স্ত্রী পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল।

Bootstrap Image Preview