Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাইবান্ধায় ইয়াবাসহ আটক ১

ফরহাদ আকন্দ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪৮ AM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪৮ AM

bdmorning Image Preview


ফরহাদ আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা পৌরসভাধীন ডিসি অফিস এলাকায় ১২০ পিস ইয়াবাসহ আহসান হাবীব সাগর (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা পৌরসভাধীন ডিসি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। আহসান হাবীব সাগর সদর থানার চকগয়েশপুর গ্রামের মৃত আলম আকন্দের ছেলে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে পৌরসভাধীন ডিসি অফিসের সামনের রাস্তা থেকে থেকে ৪৮ হাজার টাকা মূল্যের ১২০ পিস ইয়াবাসহ আহসান হাবীবকে আটক করা হয়।

পরে তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

Bootstrap Image Preview