Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে বড়বাড়ীকে হারিয়ে চাম্পিয়ন আমজানখোর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৫ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৫ PM

bdmorning Image Preview


বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বড়বাড়ী ইউনিয়ন ফুটবল টিমকে ১ গোলে হারিয়ে চাম্পিয়ন হয়েছে আমজানখোর ইউনিয়ন ফুটবল টিম।

শনিবার বিকালে সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক আখতারুজ্জামান।

অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আ: মান্নান, উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ এবিএম সাজেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, জেলা পরিষদের সদস্য ও আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক হুমায়ুন কবির, ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা, বড়পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম, আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মো: আকালু উপস্থিত ছিলেন।

খেলা শুরুর আগে আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করেন।

উল্লেখ যে, উপজেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্টে ৮টি ইউনিয়নের মধ্যকার খেলায় বিজয়ী হয়ে ফাইনালে এসেছে। এ টুর্নামেন্টে চাম্পিয়ান দল জেলা পর্যায়ে খেলবে।

Bootstrap Image Preview