Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাস্তার পাশের শপিং ব্যাগে নবজাতক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৮ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বরিশাল নগরীর ব্যাপ্টিস্ট মিশন সড়ক থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ব্যাপ্টিস্ট মিশন গির্জা সংলগ্ন সড়কের পাশ থেকে শপিং ব্যাগে থাকা নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ জানান, স্থানীয়রা শপিং ব্যাগে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত ও ডিএনএ সংরক্ষণের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরও জানান, নবজাতকের বয়স একদিন হবে। এরই মধ্যে তার চোখ ও নাকে পিঁপড়ার আক্রমণে ক্ষত সৃস্টি হয়েছে। ধারণা করা হচ্ছে অবৈধ মেলামেশার কারণে শিশুটির জন্ম হয়েছে। এরপর অভিভাবকরা শুক্রবার রাতের কোনো এক সময় নবজাতকটিকে ব্যাপ্টিস্ট মিশন গির্জা সংলগ্ন সড়কের দেয়ালের পাশে ফেলে গেছে। নবজাতকটির বাবা-মায়ের পরিচয় শনাক্ত করতে আশপাশের বাড়িতে খোঁজ নেয়া হচ্ছে।

Bootstrap Image Preview