Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১৭ বছর পর প্রিয়াকে নিয়ে গাইলেন আসিফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৭ AM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৭ AM

bdmorning Image Preview


বুকের জমানো ব্যথা/কান্নার নোনা জলে/ঢেউ ভাঙে চোখের নদীতে/অন্যের হাত ধরে চলে গেছো দূরে/পারিনা তোমায় ভুলে যেতে/ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়... গানটির জনপ্রিয়তা নিয়ে কারো কোন সন্দেহ নেই। আসিফ আকবরের গান বলতে প্রথমেই এই গানটির কথা মাথায় আসে। দীর্ঘ ১৭ বছর পর ফের প্রিয়াকে নিয়ে গাইলেন সংগীতের এই যুবরাজ।

আসিফের নতুন গানের শিরোনাম ও প্রিয়া তুমি কেমন আছো। জীবন থেকে হারিয়ে যাওয়া সেই প্রিয়া এখন কেমন আছে গানে গানে সেটিই জানতে চেয়েছেন আসিফ। গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন মোহাম্মদ মিলন এবং সঙ্গীতায়োজন করেছেন এমএমপি রনি।

প্রসঙ্গে আসিফ বলেন, ও প্রিয়া তুমি কেমন আছো গানটি এতটাই ভালো হয়েছে যে, আমার মনে হয় ১৭ বছর আগে প্রকাশিত হওয়া আমার ও প্রিয়া তুমি কোথায় গানটিকে এই গান অসম্মান করবে না। শ্রোতারা ওই গানের মতো এই গানেও বুঁদ হয়ে যাবে।

উল্লেখ্য, এরইমধ্যে গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারণ শেষ হয়েছে। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে আসিফের সঙ্গে জুটি বেঁধেছেন সূচনা। খুব শীঘ্রই মিউজিক ভিডিওটি প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত হবে।

Bootstrap Image Preview