Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার স্টেডিয়াম পরিস্কার করার দৃষ্টাষ্ট স্থাপন করল বাঙালিরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৯ AM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৯ AM

bdmorning Image Preview


রাশিয়া বিশ্বকাপে ম্যাচ হেরে গ্যালারি পরিস্কার করার দৃষ্টান্ক অনেক আগেই রেখেই জাপানি ফুটবল ভক্তরা। এবার সে রকমই দৃষ্টাষ্ট স্থাপন করল বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। গত শনিবার উদ্বোধনী ম্যাচে আবুধাবীর ক্রিকেট পেমীদের শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রানের বড় জয় উপহার দিয়েছে বাংলাদেশ দল। এমন দিনে বিজয়ের উল্লাস নিয়েই পুরো গ্যালারি পরিস্কার করে তামিম-সাকিব ভক্তরা।

জাপানি ও বাঙালিদের গ্যালারি পরিস্কার করার মধ্যে একটি তফাৎ আছে। বিশ্বকাপের সেফি ফাইনালে হেরে বিদায় হওয়ার যন্ত্রণা নিয়েও পুরো গ্যালারি পরিস্কার করেছিল।তবে বাঙালিদের গ্যালারি পরিস্কার করার মধ্যে ছিল বিজয়ের উল্লাস।পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ সমর্থেকদের একটি অংশ পুরো গ্যালারি পরিষ্কার করেই তারা স্টেডিয়াম ছাড়ে। যার কয়েকটি ছবি এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে

তবে ক্রিকেট সমর্থকে স্টেডিয়াম পরিস্কার করা দৃষ্টান্ত এবারই প্রথম নয়। গতমাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরেছিল শ্রীলঙ্কা। সিরিজের চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পায় লঙ্কানরা। সেই ম্যাচে জয়ের পর পুরো গ্যালারি পরিস্কার করেন লঙ্কান সমর্থকরা। অবশ্য তৃতীয় ম্যাচে পরাজয়ের দিনেও একই কাজ করেছিলেন তারা। জাপান-শ্রীলঙ্কার পর এবার একই কাজ করে সবার মন জয় করল বাংলাদেশিরা।

Bootstrap Image Preview