Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিরাজগঞ্জে প্রতিবন্ধী তরুণীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪১ AM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪১ AM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের তাড়াশে রোকসানা খাতুন (২২) নামে শারীরিক প্রতিবন্ধী এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

নিহত রোকসানা উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘুরিয়া গ্রামের মৃত তয়জাল প্রামাণিকের মেয়ে। নিহতের ভাই রেজাউল করিম জানান, বাবা-মা বেঁচে নেই। প্রতিবন্ধী বোনটিকে নিয়ে একা বাড়িতে থাকি।

রাতে রোকসানা খেয়ে তার ঘরে ঘুমিয়ে পড়ে। এরপর রাত ১২টার দিকে হঠাৎ তার চিৎকারে জেগে তার ঘরে গিয়ে দেখি তাকে ছুরিকাঘাত করা হয়েছে। ধর্ষণের পর ছুরিকাঘাতে তার বোনকে খুন করা হয়েছে বলে ধারণা করছেন তিনি

ঘটনাস্থল পরিদর্শন করে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গভীররাতে কেউ ঘরে ঢুকে ছুরিকাঘাত করে মেয়েটিকে হত্যা করেছে। তাকে ধর্ষণ করা হয়েছে কি না ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview