Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তালার আড়ংপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত

এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪৬ AM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪৬ AM

bdmorning Image Preview


তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়ানের ১২১নং আড়ংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (১৬সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বব পালন করেন উপজেলার সহকারি শিক্ষা অফিসার মিজানুর রহমান।

প্রিজাইডিং অফিসার এটিও মিজানুর রহমান জানান, রবিবার সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত অভিভাবক সদস্য পদে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটের সংখ্যা ২৪৩। কাস্ট হয়েছে ২৩২টি। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন মোট ১২জন প্রার্থী।

প্রার্থীরা হলেন, মোঃ রফিকুল ইসলাম, আঃ আলিম বিশ্বাস, মাসুদ পারভেজ, আবু তৌহীদ, আবু সাঈদ, আলমগীর গাজী, রোকেয়া বেগম, নূরুন নাহার, জেসমিন নাহার, সাবিনা বেগম, নাসিমা বেগম, আমেনা বেগম।  নির্বাচনে মাছ প্রতিকে মোঃ রফিকুল ইসলাম, মোরগ প্রতিকে আঃ আলিম বিশ্বাস, টিউবওয়েল প্রতিকে নূরুন নাহার এবং গোলাপফুল প্রতিকে রোকেয়া বেগম বিজয়ী হন। ভোট গ্রহণ শেষে বিকেল ৫ টায় উপস্থিত সকলের সামনে ফলাফল ঘোষণা করা হয়েছে।   

 

Bootstrap Image Preview