Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বালিয়াডাঙ্গীতে গৃহবধূ ধর্ষণের অভিযোগে একজন আটক

আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪১ AM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪১ AM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ আবেদুল হক (৪০) নামে একজন কে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার দুপুরে আটককৃত আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বালিয়াডাঙ্গী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম। আটক আবেদুল হক উপজেলা বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ করিবাজ পাড়া এলাকার মৃত ঢেপা মোহাম্মদের ছেলে। 

গৃহবধূর স্বামী হামিদুল ইসলাম বলেন, রবিবার দুপুরে আমি ও আমার পরিবারের লোকজনের অজান্তে আমার স্ত্রী প্রতিবেশী আবেদুল হকের বাড়ীতে যায়। এ সময় বাড়ীতে কেউ না থাকার সুযোগে আমার স্ত্রীকে শয়ন ঘরে জোর পূর্বক ধর্ষণ করে। সোমবার আমি বাদী হয়ে সকালে থানায় একটি মামলা দায়ের করেছি।  

বালিয়াডাঙ্গী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম বলেন, অভিযুক্ত আসামিকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। সেই সাথে ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।   

Bootstrap Image Preview