Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নাটক ও মিছিল করে শিক্ষকের বহিস্কার দাবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৯ PM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৯ PM

bdmorning Image Preview


জাককানইবি প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষক রুহুল আমিনের বহিস্কার দাবিতে মিছিল ও প্রতীকী অভিনয় করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০মিনিটে কলা ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি প্রশাসনিক ভবনের নিচে গিয়ে প্রতীকী অভিনয় করে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা।

নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান ইসমত আরা ভূইয়া ইলাসহ বিভাগের আরো দুই শিক্ষিকার একই বিভাগের শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে সাময়িকভাবে বহিস্কার করেন অভিযুক্ত শিক্ষককে। গঠন করা হয় তদন্ত কমিটি।

দুই দফায় সময় বাড়ানোর পর গত ১১ সেপ্টেম্বর তদন্ত কমিটি রিপোর্ট পেশ করে। যার সিদ্ধান্ত নেয়া হবে পরবর্তী সিন্ডিকেট সভায়। 
আজ শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে সংহতি জানায় নাটকলা বিভাগের একাধিক শিক্ষক।

উল্লেখ্য, অভিযুক্ত শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে বলে নিরাপত্তা চেয়ে বিভাগে চিঠি দিয়েছে। এমনটাই জানিয়েছেন নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান।

Bootstrap Image Preview