Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তালায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৩ PM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৩ PM

bdmorning Image Preview


তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলা জাহাঙ্গীর হোসেন গাজী (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ সেপ্টেম্বর) বালিয়া ব্রিজ নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে স্বীকারোক্তি মোতাবেক ২২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। হোসেন গাজী শাহপুর গ্রামের মৃত নেছার আলী গাজীর ছেলে।

পুলিশ জানায়, পরে হোসেন গাজীর দুই সহযোগি- একই গ্রামের মৃত নূর আরী গাজীর ছেলে হাফিজুল গাজী (২২) ও মৃত কদম আলী মোড়লের ছেলে কাদের মোড়ল (৩৩) পালিয়ে যায়। তবে তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় তালা থানায় জাহাঙ্গীর হোসেন ও তার দুই সহযোগির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলা নং-৯।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় পালাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। দীর্ঘদিন যাবৎ এই চক্রটি পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল।

Bootstrap Image Preview