Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মহাদেবপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মো.ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০২ AM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০২ AM

bdmorning Image Preview


নওগাঁর মহাদেবপুরে সাপের কামড়ে আরিফ হোসেন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে এ ঘটনাটি ঘটে।

নিহতের পারিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭ টার দিকে একই গ্রামের আলহাজ্ব আলতাফ হোসেন মাঠে কাজ করতে এসে আরিফকে মৃত অবস্থায় ধানক্ষেতে পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। আরিফ প্রতিনিয়ত মাছ ধরার জন্য বাড়ির পাশে ধানক্ষেতে জাল ফেলতো। আজও ভোর রাতে মাছ ধরার জন্য ধানক্ষেতে গিয়ে সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে বলে এলাকাবাসীর ধারনা।

আরিফ উপজেলার সফাপুর ইউনিয়নের কৃষ্ণগোপালপুর গ্রামের রমজান আলী স্বর্ণকারের ছেলে।

Bootstrap Image Preview