Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শনিবার, আগষ্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লেবাননকে ৮ গোল খাওয়ালো বাংলার মেয়েরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৯ AM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৯ AM

bdmorning Image Preview


চলতি এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাই পর্বের প্রথম খেলায় বাহারাইনকে ১০- গোলে হারানোর পর আজ  দ্বিতীয় ম্যাচে লেবাননকে - গোলে হারালো শামসুন্নাহারারা

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় খেলা শুরুর ১৪ মিনিট পর গোল করে সাজেদা। এরপর ২০ মিনিটের মাথায়  মারিয়া ইসলাম দ্বিতীয় গোল করে বসেএর ঠিক তিন মিনিট পর লেবাননের জালে ফের বল জড়ান তহুরা আখিঁ খাতুনের লম্বা করে বাড়ানো বল তহুরা নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে গোল করেন এতে স্কোরলাইন দাড়ায় -

২৬ মিনিটের মাথায় আবারও আখিঁর বাড়ানো বল আনাই মোগিনী গোল করেন ১৪ মিনিট পর আবারও আক্রমণে আসেন আখিঁ তার বাড়ানো বল থেকে আসে পঞ্চম গোল

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে বাংলাদেশের মেয়েরা ৪৭ মিনিটে ষষ্ঠ গোল তুলে নেয় শামসুন্নাহার জুনিয়র এবার তিনি প্রতিপক্ষের গোলকিপারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন ৬৩ মিনিটে বাঁ দিক থেকে বদলি খেলোয়াড় হিসেবে নামা সুলতানার নিচু ক্রসে সাইড ভলিতে আবারও জাল কাঁপান শামসুন্নাহার ৭০ মিনিটে ইলা মনির মাইনাসে রোজিনা আক্তার ফের প্রতিপক্ষের জালে বল জড়ান এতে স্কোর দাড়ায় - অবশেষে - গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা।

Bootstrap Image Preview