Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, স্কুলছাত্রী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২২ PM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাপের কামড়ে শাবানা (১৪) নামে এক স্কুলশির্ক্ষাথীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে কুলিয়ারচর উপজেলার গোবরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রী উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের পশ্চিম গোবরিয়া গ্রামের মস্তোফা মিয়ার মেয়ে। শাবানা স্থানীয় লক্ষীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শির্ক্ষাথী ছিলেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তাদের বসতঘরে ঘুমন্ত অবস্থায় এক বিষাক্ত সাপ তাকে কামর দেয়। চিৎকার শুনে পরিবারের লোকজন তাৎক্ষণিক রাতেই শাবানাকে স্থানীয় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

শির্ক্ষাথীর বাবা জানান, আমার মেয়ে রাতে পড়াশুনা শেষ করে ঘুমাতে যায়। হঠাৎ ঘরের ভেতরে একটি বিষাক্ত সাপ আমার মেয়েকে কামড় দিলে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। তার চিৎকার শুনে তার ঘরে গেলে তাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখি। তারপর আমরা হাসপাতালের নিয়ে গেলে সেখানে সে মারা যায়।

Bootstrap Image Preview