Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাইকগাছায় কমিউনিস্ট পার্টির নির্বাচনী সভা অনুষ্ঠিত

আব্দুল ওহাব বাবলু, পাইকগাছা প্রতিনিধি
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৩ PM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৩ PM

bdmorning Image Preview


“ভিশন মুক্তিযুদ্ধ ৭১” বাস্তবায়নের লক্ষে বাম গনতান্ত্রিক বিকল্প গড়ে তোল এ শ্লোগানকে সামনে নিয়ে পাইকগাছায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপজেলা কমিটির সভাপতি ও খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্টির মনোনীত প্রার্থী কমরেড সুভাষ সানা মহিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, সিপিবি'র কেন্দ্রীয় কমিটির সদস্য কমঃ অভিনু কিবরিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য কমঃ এসএ রশিদ, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমঃ শেখ আঃ হান্নান।

উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমঃ এ্যাডঃ প্রশান্ত মন্ডল ও সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক অমল কৃষ্ণ মন্ডলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, প্রবীণ কমিউনিস্ট নেতা কমঃ গুলজার রহমান, কমঃ পলাশ দাশ, কমঃ আফজাল হোসেন, কমঃ শিশির সরকার, কমঃ রামপ্রসাদ সাধু, কমঃ বিপ্লব মন্ডল, কুমার প্রিন্স, অনিমেশ বৈদ্য প্রমুখ।

এরপর বিকেলে পাইকগাছা বাজার চৌরাস্তা মোড়ে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়। 


 

Bootstrap Image Preview