Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সরকারি চাকরিতে আদিবাসীদের ৫ শতাংশ কোটা বহালের দাবিতে বিক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২১ PM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২১ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক

সরকারি চাকরিতে আদিবাসীদের ৫ শতাংশ কোটা বহালের দাবিতে ঢাকায় ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রথম ও দ্বিতীয় শ্রেণিসহ সরকারি সকল নিয়োগে আদিবাসীদের ৫ শতাংশ কোটা বহালের দাবিতে আজ বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের উদ্যোগে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

নির্ধারিত শাহবাগের মুক্তিযুদ্ধ যাদুঘরের সামনে কর্মসূচি পালন করতে পুলিশ বাঁধা দেয়। ঘোষণা থাকলেও পুলিশি বাঁধার কারণে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে রাজু ভাস্কর্যে এসে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা, আদিবাসীদের কোটা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তারা সরকারি সকল চাকরিতে আদিবাসীদের ৫ শতাংশ কোটা বহালের জোর দাবি করেন।

আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের প্রধান সমন্বয়ক উইলিয়াম নকরেকের সভাপতিত্বে ছাত্র-জনতার সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরামের ছাত্র-যুব বিষয়ক সম্পাদক রিপন চন্দ্র বানাই, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হরেন্দ্রনাথ সিং, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুমিতা রবিদাস, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঢাকা মহানগর সভাপতি অলিক মৃ, গারো স্টুডেন্ট ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রলয় নকরেক, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন (বাহাছাস) ঢাকা মহানগর আহ্বায়ক প্রভাকর হাজং, সান্তাল স্টুডেন্ট ইউনিয়ন (সাসু) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইলিয়াস মুর্মু, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম ঢাকা মহানগর শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হলা চন্দ্র ত্রিপুরা, গারো স্টুডেন্টস ইউনিয়ন (গাসু) মধুপুর উপজেলা আহ্বায়ক শাওন রগা প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করেন আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের যুগ্ম সমন্বয়কারী উন্নয়ন ডি শিরা।

Bootstrap Image Preview