Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে নারী বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৩ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৩ AM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রে এবার নারী বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৩ যুক্তরাষ্ট্রের এক নারী বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্নচিয়া মসেলে (২৬) একটি ওষুধের দোকানে গুলি চালান। পরে তার কাছে থাকা নাইন এমএম আগেয়াস্ত্র দিয়ে নিজের মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন ওই বন্দুকধারী নারী। তবে কী কারণে ওই নারী গুলি করে মানুষ হত্যা করলো তার কারণ এখনও পযার্ন্ত জানতে পারেনি পুলিশ।

এর একদিন আগেই পেনসিলভানিয়ায় গোলাগুলির ঘটনা ঘটে। আদালত ভবনে এক ব্যক্তির গুলিতে চারজন আহত হয়। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হন। এব্যাপারে পুলিশ জানিয়েছে, গুলির শব্দ শুনে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসলেও এরই মধ্যে বন্দুকধারীর গুলিতে ৩ জন প্রাণ হারায়।

জানা গেছে, বন্দুক নিয়ে হামলাকারী স্নচিয়া মসেলে ওই প্রতিষ্ঠানে খন্ডকালীন কাজ করতেন। বৃহস্পতিবার কাজে যোগ দিতে এসে সকাল ৯টায় তিনি এলোপাতাড়ি গুলি করা শুরু করেন।

Bootstrap Image Preview