Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পররাষ্ট্র সচিবের মেয়াদ বাড়লো আরও এক বছর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৮ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৮ AM

bdmorning Image Preview


কূটনৈতিক প্রতিবেদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. শহীদুল হকের অবসরোত্তর ছুটি বাতিল আরো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগের কথা জানিয়ে গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করে।

আগামী ৩০ ডিসেম্বর পররাষ্ট্র সচিব শহীদুল হকের চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। চুক্তিতে মেয়াদ বৃদ্ধির আদেশ ৩১ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়। পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ জনপ্রশাসনে এখন জ্যেষ্ঠ সচিব ৬ জন।

উল্লেখ্য, শহীদুল হক ২০১৩ সালের ১০ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পান। ওই বছরের ১৯ জুলাই সচিব পদে পদোন্নতি পান তিনি। এ বছরের ৩০ জুলাই তাকে জ্যেষ্ঠ সচিব করা হয়। ১৯৮৪ সালের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা ২০০১ সাল থেকে বিশেষ ছুটিতে আন্তর্জাতিক অভিবাসী সংস্থায় (আইওএম) কাজ করেন। দেশে ফেরার আগে জেনেভায় আন্তর্জাতিক অভিবাসী সংস্থার আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্ব শাখার পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতক ডিগ্রি নেয়া শহীদুল ফ্লেচার স্কুল অব ল’ অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় কর্মকর্তা, যিনি কখনো রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেননি। তার আগে তৌহিদ হোসেন ডেপুটি হাইকমিশনার পদ থেকে সচিব হয়েছিলেন।

Bootstrap Image Preview