দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গজারিয়া উপজেলার প্রধান সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুর কাদের।
আজ শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে রাস্তাটির সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি। প্রায় ৮০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ১২.৬০ কিলোমিটার দীর্ঘ সড়কটির সংস্কার ও প্রশস্তকরণের কাজ করবে সড়ক ও জনপথ অধিদপ্তর।
নারায়ণগঞ্জ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, এ প্রকল্পের আওতায় সড়কটির সংস্কার প্রশস্তকরণ ছাড়াও চারটি ব্রিজ, একটি কালভার্ট নির্মাণ করে হবে। আগামী ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রকল্পটির কাজ শেষ হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ ০৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক শায়লা ফারজানা, গজারিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন বিনতে জেবিন শেখ, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান দেওয়ান, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষ্যে গত কয়েকদিন ধরেই নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছিল উৎসবের আমেজ। জাতীয় সংসদ নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতাদের আগমন আর উন্নয়ন কাজের উদ্বোধন স্থানীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
এদিকে অনুষ্ঠান সফল করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গতকাল প্রস্তুতি সভা এবং গজারিয়ায় রাত্রিযাপন করেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ ০৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। সকাল থেকেই নেতাকর্মীরা ব্যানার ফ্যাস্টুন হাতে খন্ড খন্ড মিছিল আসতে থাকেন গজারিয়ার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায়।
সকাল নয়টার আগেই ভবেরচর বাসস্ট্যান্ড ও সংলগ্ন এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বেলা সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর গজারিয়ায় পৌঁছালে নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।