Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোপালগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

হেমন্ত বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৪ AM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৮ AM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী নেতৃত্বে আমরা ভিশন ২০২০-২১ অর্জনে সক্ষম হয়েছি। ফলে জাতিসংঘ নির্দিষ্ট সময়ের আগেই আমাদের মধ্যম আয়ের দেশের স্বীকৃতি দিয়েছে বলে মন্তব্য করেন ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম, সিআইপি। 

শনিবার (২২ সেপ্টেম্বর)  বেলা ১২টায় স্থানীয় শেখ রাসেল শিশু পার্ক সংলগ্ন মাঠে গোপালগঞ্জ শিল্প ও বাণিজ্য মেলা ২০১৮-র উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

গোপালগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি কাজী জিন্নাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই'র পরিচালক রেজাউল করিম রিজভী, সিআইপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্স, ওমেন চেম্বার ও ব্যবসায়ি সংগঠন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 

Bootstrap Image Preview