Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভৈরবের জব্বার জুট মিল বন্ধ ঘোষণার ২১ দিন পর চালু

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩২ AM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩২ AM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের ভৈরবের জব্বার জুট মিল বন্ধ ঘোষাণার ২১ দিন পর আবারো চালু হয়েছে। কাজে যোগদান করেছে ৭'শ শ্রমিক

আজ শনিবার সকালে মিলটির উৎপাদন শুরু করে। পাটের বাজার দর বৃদ্ধি এবং মিলের গুদামে মজুত বেড়ে যাওয়ায় তখন মিলটি বন্ধ ঘোষণা করে মিল কর্তৃপক্ষ।

জানা যায়, গত ১ সেপ্টেস্বর মিল মালিক গুদামের মাল বিক্রি না হওয়ায় মজুত বেড়ে গেলে মিলটি বন্ধ ঘোষণা করেন। পরে শ্রমিকরা আন্দোলন করে সভা সমাবেশ শুরু করলে ২১ দিন পর চালু করে মিল কর্তৃপক্ষ।

মিল মালিক অামিনুর রশিদ খাঁন মামুন জানান, বাজারে প্লাষ্টিক বস্তার কারণেই পাটের বস্তার চাহিদা কমে গেছে। মিলে পাটের বস্তা উৎপাদন করে বিক্রিত মাল লোকসান গুনতে হচ্ছে। বিদেশের বাজারেও পাটের বস্তার চাহিদা নেই বলে মিল মালিক জানান। তিনি বলেন, শ্রমিকদের কথা বিবেচনা করেই লোকসানের মুখেই আজ মিলটি চালু করলাম। মিলটিতে প্রতিদিন ১০/১২ টন পাটের বস্তা উৎপাদন হয়। মিলে বর্তমানে ৭'শ শ্রমিক কাজ করে।

মিলের শ্রম কর্মকর্তা এসএম বাকী বিল্লাহ জানান, মিলে উৎপাদিত পণ্য পাটজাত বস্তা দীর্ঘদিন যাবত বিক্রি না হওয়ায় গুদামে ১৬ লাখ বস্তা মজুত পড়ে আছে। ফলে মালিক পক্ষ মিলটি বন্ধ ঘোষণা করে। আজ ২১ দিন পর মিলটি চালু হওয়ায় শ্রমিক কর্মচারীরা আনন্দিত হয়েছে।

 

Bootstrap Image Preview