Bootstrap Image Preview
ঢাকা, ১৫ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে মূল্যবান পাথরের মূর্তিসহ ব্যবসায়ী আটক

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৪ PM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৪ PM

bdmorning Image Preview


গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সাতপাড়ের রামদিয়া সড়কের পুইসুর নামক স্থান হতে মোঃ সুমন (২৫) নামের এক পাথরের মূর্তি ব্যবসায়ীকে পাথরের মূর্তিসহ আটক করেছে র‌্যাব।

আজ শনিবার দুপুরে মাদারীপুর ক্যাম্প থেকে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সাতপাড়ের রামদিয়া সড়কের পুইসুর নামক স্থান হতে শুক্রবার রাতে সিদ্দিক শিকদার ছেলে মোঃ সুমনকে একটি কালো রংয়ের কথিত পাথরের তৈরি লক্ষী দেবীর অনূরুপ মূর্তিসহ আটক করে। মূর্তিটির উচ্চতা ১৪ (চৌদ্দ) ইঞ্চি, ওজন চার কেজি চারশত গ্রাম।

আটককৃত আসামির বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।

মাদারীপুর র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আকটকৃত ঐ যুবক একজন প্রতারক। তিনি দেশের মূল্যবান পাথরের তৈরি মূর্তি সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে দেশের বাহিরে পাচারের চেষ্টা করছিল। আসামি ইতিপূর্বে দেশের বিভিন্ন স্থান থেকে মূল্যবান পাথরের তৈরি মূর্তি সংগ্রহ করে অবৈধভাবে দেশের বাইরে পাচার করেছে বলে স্বীকার করে।

Bootstrap Image Preview