Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদরাসার ডাব খাওয়ায় দু’ছাত্রকে মারধর, শিক্ষার্থীদের বিক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৭ PM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৭ PM

bdmorning Image Preview


পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে মাদরাসা ক্যাম্পাসের গাছ থেকে ডাব খাওয়ার অপরাধে দু’ছাত্রকে মারধর ও লাঞ্ছিতের প্রতিবাদে ক্লাশ বর্জন রেখে বিক্ষোভ মিছিল করছে পাঙ্গাশিয়া দরবার শরীফের নেছারিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীরা।

শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় দু'ছাত্র লাঞ্ছিতের ঘটনা জানাজানি হলে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে তীব্র উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাশ বর্জনের ঘোষণা দিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করে।

পরে দরবার শরীফ ও মাদরাসা কর্তৃপক্ষের লোকজন এতে বাধা দিলে ধাওয়া, পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের অভিযোগ, মাদরাসা কম্পাউন্ডের নারিকেল গাছ থেকে রাতে কে বা কারা ডাব পেড়ে খেয়েছে। সন্দেহের বসে মামুন ও রিয়াদ নামের আলিম প্রথম বর্ষের দু’ছাত্রকে মারধর করা হয়েছে। আ. রহমান নামের জনৈক বহিরাগত ওই দু’ছাত্রকে ধরে নিয়ে মারধর ও লাঞ্ছিত করায় শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা ওসমান গনি সোহেল ছাত্র বিক্ষোর সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি সম্পূর্ণ শান্ত আছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

Bootstrap Image Preview