Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খুলনায় চার দিনের ম্যাচে দুই ইনিংসেই ব্যর্থ আশরাফুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৩ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৩ AM

bdmorning Image Preview


খুলনায় বিসিবি আয়োজিত চার দিনের প্রস্তুতি ম্যাচের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন আশরাফুল।শনিবার ম্যাচের শেষদিনে আলো ছড়িয়েছেন বিসিবি সবুজ দলের সানজামুল। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি করেছেন তিনি। অর্ধশত করেছেন জাকির হোসেন।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিসিবির ‘এ’ দলের প্রস্তুতি ম্যাচে লাল দলের হয়ে খেলছেন সাবেক এই টাইগার অধিনায়ক।প্রথম ইনিংসে বিসিবি সবুজ দল ২৮৯ রান করেছিল। জবাবে সবুজ দল সবকটি উইকেট হারিয়ে ২৮৩ রান তোলে।

সবুজ দলের বিপক্ষে প্রথম ইনিংসে তাইজুল ইসলামের বলে জাকির হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১০ বলে মাত্র ১ রান করে। আশরাফুল ভক্তদের আশা ছিল দ্বিতীয় ইনিংসে হয়তো ঠিকই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার।

শনিবার শেষদিনে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল ওভার নির্ধারিত করে দেওয়ায়। প্রস্তুতি ম্যাচ বলে এটি করা হয়। দ্বিতীয় ইনিংসে সবুজ দল ৪০ ওভার ও লাল দলের জন্য  ৩৫ ওভার নির্ধারণ করা হয়। দ্বিতীয় ইনিংসে বিসিবি সবুজ দল ৩৭ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৫ রান করে। ফলে দ্বিতীয় ইনিংসে  বিসিবি লাল দলের লক্ষ্য দাঁড়ায় ২৪২ রান। লাল দলের হয়ে সাদমান ইসলাম (১০০) সেঞ্চুরি করেন।

দ্বিতীয় ইনিংসে সবার আগ্রহের কেন্দ্রে ছিল আশরাফুলেন ব্যাটিং।কিন্তু ফের হতাশ করলেন তিনি। শুরুতে চার-ছয়ের ঝলক দেখালেও পার হতে পারেননি ২০ রানের কোঠা। ১৩ রানের মাথায় পেসার এবাদত হোসেনের বলে ফজলে রাব্বিকে ক্যাচ দিয়ে ফেরেন প্যাভিলিয়নে। দ্বিতীয় ইনিংসে শেষ পর্যন্ত দিনের খেলা শেষ হওয়ার আগে ৯ উইকেটে ১১৭ রান করে দলটি।

Bootstrap Image Preview