Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নবাবগঞ্জে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

সৈয়দ রোকনুজ্জামান রোকন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৩ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৩ AM

bdmorning Image Preview


দিনাজপুরের নবাবগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে রড বোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রবিবার (২৩ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে উপজেলার ভাদুরিয়া বাজারের পূর্বপার্শে এ দুর্ঘটনা ঘটেশ

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল ১০টার দিকে ভাদুরিয়া বাজারের পূর্বপার্শে সাবেক এমপির তেলের পাম্পের সামনে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রড বোঝায় করা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

আহতদের মধ্যে ২ জন উভয় গাড়ীর চালক রয়েছে। তাদের ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

Bootstrap Image Preview