Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৪ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৪ AM

bdmorning Image Preview
সংগৃহীত


বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর ডেকেরচালা এলাকায় বিক্ষোভ মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন নিট অ্যান্ড নিটেক্স গার্মেন্ট' শ্রমিকরা

আজ রবিবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে কর্মসূচি পালন করছেন তারা

শ্রমিকরা বলেন, গত কোরবানির ঈদের সময় তাদের আগস্ট মাসের অর্ধেক বেতন পরিশোধ করা হয় বাকি অর্ধেক সেপ্টেম্বরের শুরুতে পরিশোধের কথা থাকলেও এখনো দেওয়া হয়নি মালিক পক্ষ কয়েক দফা তারিখ দিয়েও বেতন পরিশোধ করেননি

তাছাড়া শনিবার কারখানার পানি খেয়ে ১০-১২ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন তাদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়

এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে গতকাল শনিবার রাতে কারখানা ভাঙচুর বিক্ষোভ করেন শ্রমিকরা এর জের ধরে আজ রবিবার সকালে কারখানায় এসে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা একপর্যায়ে সকাল ১০টার দিকে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন তারা

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, ওই কারখানায় এক হাজারের বেশি শ্রমিক রয়েছে তাদের সমর্থনে আশপাশের কারখানার হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে এসেছে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে

Bootstrap Image Preview