Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফের সংঘর্ষের আশঙ্কা; চট্টগ্রাম কলেজে নিরাপত্তা জোরদার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৮ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৮ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কলেজের প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে ঢুকতে হচ্ছে শিক্ষার্থীদের।

রবিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় এ নিরাপত্তা জোরদার করে প্রশাসন।

সূত্র জানায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিবার্চনী প্রচারণায় এখন চট্টগ্রামে অবস্থান করছেন। পদবঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা চাইছেন কলেজে নিজেদের শক্তি সামর্থ্য জানান দিতে। অন্যদিকে নবগঠিত কমিটির ছাত্রলীগের নেতাকর্মীরাও চাইছেন শক্তি জানান দিতে। এ জন্য দুই গ্রুপই প্রস্তুতি নিয়ে আছে।

গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে পদবঞ্চিতরা অবস্থান নিয়ে আছেন। তারা মিছিল করার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে নবগঠিত কমিটির নেতাকর্মীরাও ক্যাম্পাসে অবস্থান করার কথা রয়েছে। সব মিলিয়ে ক্যাম্পস জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রস্তুত আছে। ক্যাম্পাস এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

Bootstrap Image Preview