Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোটরসাইকেলে বাড়ি ফেরা হল না বাবা-ছেলের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩২ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কাটাবাড়িয়ার কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের কাটাবাড়িয়া এলাকায় এলাকায় বাসচাপায় বাবা-ছেলেসহ তিন জন নিহত হয়েছে।

রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেত্রকোনা কেন্দুয়া উপজেলার মধুপুর এলাকার রফিকুল ইসলাম (৩০), রুবেল মিয়া (৩০) ও তাঁর শিশু ছেলে শাহরিয়ার (৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে তিন আরোহী কেন্দুয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে কাটাবাড়িয়া এলাকায় পিছন দিক থেকে ময়মনসিংহের মুক্তগাছাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রফিকুল ইসলাম মারা যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত দুই জনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক শিশু শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় রুবেলকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত  জানান, পুলিশ ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview