Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ম্যাচের আড়ালের নায়ক সেই বাদ পড়া ইমরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩০ AM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৮ PM

bdmorning Image Preview


ইমরুল কায়েস এশিয়া কাপের স্কোয়াডে যার নাম কোথাও ছিলো।তাকে রাখার কথা ভুলে গিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সে এশিয়া কাপ খেলুকএমন দাবী কেউ করিছিলেন কিনা সন্দেহ।

কিন্তু কি ভাগ্যের পরিহাস, শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে আঙুলে চোট পান দলের ওপেনার তামিম ইকবাল।তাঁর পর শেষ হয়ে যায় তামিমের এশিয়া কাপ।এরপর তামিমের পরিবর্তে নাজমুল হাসান শান্তকে খেলানোর কথা ভাবে টিম ম্যানেজমেন্ট কিন্তু শান্ত নির্বাচকদের মন জয় করতে পারেওনি।

টানা তিন ম্যাচে হয়েছেন ব্যর্থ।সেই সাথে সঙ্গী লিটন দাসও।সেই কারণে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে সৌম্য সরকার ও  ইমরুল কায়েসকে  অপ্রত্যাশিত ভাবে দুবাই উড়িয়ে নিয়ে যাওয়া হয়।

ইমরুল ও সৌম্যকে নেওয়ায়্ দলের সিনিয়র তারকারাও হতবিহবল হন। তারা এ ঘটনাকে অস্বাভাবাবিক বলে মন্তব্য করেন। অথচ ইমরুলই শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংসকে টেনে নিয়ে যান, ৮৭ রানে পাঁচ উইকেট পড়ার পর ১২৮ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহর সঙ্গে। বাংলাদেশের ৫০ ওভার পর্যন্ত ব্যাটিং করেন কায়েস। ম্যাচ সেরা রিয়াদ হলেও , ম্যাচের আড়ালের নায়ক ইমরুল।

 

Bootstrap Image Preview