Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে গাড়ি চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৪ AM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৪ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পু্লশি। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই গাড়িও উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে নগরীর বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তিন জন হলেন- আবদুর রশিদ (২০), মো. সোহেল (২০) ও মো. বেলাল (২৩)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) প্রণব চৌধুরী বলেন, গাড়ি চুরির একটি মামলায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। চুরি হওয়া গাড়িটিও উদ্ধার করা হয়েছে। গাড়ি চুরিতে জড়িত পলাতক আরও একজনকে গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview