Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নবাবগঞ্জে চুড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

সৈয়দ রোকনুজ্জামান রোকন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৭ PM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৭ PM

bdmorning Image Preview


দিনাজপুরের নবাবগঞ্জে আন্তঃস্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক উৎসব-২০১৮ এর চুড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সকালে উপজেলা পরিষদ হল রুমে এ বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ বজলুর রশীদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান।

বিশেষ অতিথি হিসোবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মোছাঃ পারুল বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আমির হোসেন, উপজেলা কৃষি অফিসার আবু রেজা মোঃ আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার প্রমুুখ। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ক্রেষ্ট তুলে দেন।

Bootstrap Image Preview