Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পরকীয়ায় স্ত্রী, মেয়েকে রেখে গোপনে বিয়ে দিলেন স্বামী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩০ PM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মাঝে মধ্যেই ফোনে কথা বলতেন স্ত্রী, লুকিয়ে লুকিয়ে অন্য পুরুষের সঙ্গে দেখা করতেন। এ খবর আগে থেকেই জানতেন স্বামী সবলু শর্মা। শেষে স্ত্রীকে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন তিনি। নিজে উপস্থিত থেকে বিয়ে দিলেন স্ত্রীর।

ভারতীয় সংবাদমাধ্যম এবেলার প্রতিবেদনে বলা হয়, পেশায় প্লাস্টিক কারখানার কর্মী ভারতের আসানসোলের গোপালপুরের বাসিন্দা সবলু শর্মার সঙ্গে নিতুর বিয়ে হয় প্রায় চার বছর আগে। দম্পতির তিন বছরের এক মেয়ে সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের কয়েক দিন পরেই স্থানীয় এক যুবক সুনীল চৌধুরীর সঙ্গে সম্পর্কে জড়ান নিতু। পরে সবলু গোটা বিষয়টি জানতে পারেন। এ নিয়ে দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কিন্তু নিতু প্রেমিক সুনীলকে ছাড়তে কিছুতেই রাজি ছিলেন না। নিতুর সঙ্গে প্রায়ই দেখা করতেন সুনীল। মোবাইলেও যোগাযোগ ছিল দুজনের।

শেষে উপায় না পেয়ে নিতুর স্বামী সবলু নিলেন এক বড় সিদ্ধান্ত। সুনীলের সঙ্গেই নিজের স্ত্রী নিতুর বিয়ে দিতে রাজি হন তিনি। বিষয়টি পাড়া-প্রতিবেশীরা জানলে নিতুকে খারাপ ভাববে, তাই অত্যন্ত গোপনে এই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সব আয়োজন করেন সবলু নিজেই। স্থানীয় একটি চন্দ্রচূড় মন্দিরে গোপনে বিয়ে সারা হয়। হাসতে হাসতে প্রেমিক সুনীলের সঙ্গে বিবাহ মেনে নেন নিতু।

আপাতত বিষয়টি নিয়ে মুখে কুলুপ এটেছেন সবলু নিজেই। মেয়েকে নিজের কাছেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Bootstrap Image Preview