Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘরে মুরগির বাচ্চা প্রবেশ করায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা!

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৮ PM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কক্সবাজারের চকরিয়ার কোনাখালী ইউনিয়নে বাকবিতণ্ডার জেরে এক খালাতো ভাইয়ের ছুরিকাঘাতে অপর খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘরে মুরগির বাচ্চা প্রবেশ করাকে কেন্দ্র করে এ বাকবিতণ্ডার সৃষ্টি হয় বলে জানা গেছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের মরংঘোনার নোয়াপাড়ায় এ হতাহতের ঘটনা ঘটে। সংঘটিতে এ ঘটনায় মো. রাসেল (২০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাসেলের বাবা বাচ্চু মিয়াও আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় পাশাপাশি বাচ্চু মিয়া ও বেলাল উদ্দিনের বাড়ি। তারা সম্পর্কে ভায়রা ভাই। সোমবার বিকেল ৫টার দিকে বেলাল উদ্দিনের বাড়িতে মুরগির বাচ্চা প্রবেশ করাকে কেন্দ্র করে প্রথমে দু'বোনের (বেলাল ও বাচ্চুর স্ত্রী) মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে পরে বেলাল ও তার ছেলে রুবেলের সঙ্গে বাচ্চু মিয়ার ছেলে রাসেলের বাকবিতণ্ডা হয়।

ঘটনার একপর্যায়ে রুবেল ও তার বাবা বেলাল অকস্মাৎ রাসেলকে ছুরিকাঘাত করে। ছেলেকে রক্ষা করতে এসে বাচ্চু মিয়াও ছুরিকাহত হন। রক্তাক্ত বাবা-ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার জানান, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাসেলকে চমেক হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮টার দিকে মারা যান রাসেল।

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়েই ঘটনায় জড়িত অভিযোগে বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। কিন্তু পালিয়ে গেছে তার ছেলে রুবেল। তাকেও আটক করার চেষ্টা চলছে।

নিহত রাসেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে উল্লেখ করেন থানার এই কর্মকর্তা।

Bootstrap Image Preview