Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিসচা’র সদস্য মনোনীত হওয়ায় ফুলবাড়ীয়ায় রাসেলকে সংর্বধনা প্রদান

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৪ PM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪৯ PM

bdmorning Image Preview


‘নিরাপদ সড়ক চাই’ কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় দিনাজপুর ফুলবাড়ী উপজেলায় নিসচা কমিটির পক্ষ থেকে রাসেল পারভেজকে সংর্বধনা প্রদান করা হয়েছে।

গতকাল সোমবার (২৪ সেপ্টেম্বর) রাতে স্থানীয় ঢাকা মোড়ে সমতা কম্পিউটার সেন্টার কার্যালয়ে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

জানা যায়, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক পদাধিকারবলে নিসচা কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম রাসেল পারভেজকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনিত করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা ফুলবাড়ী উপজেলা শাখার উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নিসচা ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি খাজানুর হায়দার লিমন, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান ফরিদ, সহ-সভাপতি মাওলানা মুফতি তোফায়েল আহম্মেদ, সহ-সভাপতি আব্দুল হামিদ সুমন, সড়ক ও অনুসন্ধান সম্পাদক আনারুল হক, অর্থ সম্পাদক আল-আমিন, সদস্য ডা: সোলায়মানসহ সকল সদস্য বৃন্দ।

Bootstrap Image Preview