বিশ্বে ন্যায় প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের ১৯৪টি দেশেরই নিরাপত্তা পরিষদে একই ধরনের অধিকার থাকা উচিত। এ সময় জাতিসংঘের কাঠামোয় সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য মানেই গোটা বিশ্ব নয়।
সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের অবকাশে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এরদোগান বলেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্র মোকাবেলায় মিত্র দেশগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে তুরস্ক।
তুর্কি প্রেসিডেন্ট আরও বলেছেন, নানা ধর্ম ও শান্তির শহর বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের আধিপত্যকামিতার শিকারে পরিণত হতে দেয়া হবে না।
এরদোগান বলেন, ইহুদিবাদী ইসরাইল মুসলমানদের দুর্বলতা ও অনৈক্যকে নিজেদের স্বার্থে কাজে লাগাচ্ছে। এর মাধ্যমে তারা মুসলমানদের প্রথম কেবলাকে মানুষের মন থেকে মুছে দিতে চায়।
তুরস্ক প্রেসিডেন্ট বলেন, উগ্র ইহুদিবাদীরা ইসরাইলের সহযোগিতায় বায়তুল মুকাদ্দাসের ঐতিহাসিক গঠনবিন্যাস ধ্বংস করতে চায়।