Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চকরিয়ার ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় চট্রগ্রামে বিভাগে চ্যাম্পিয়ন 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, (চকরিয়া-পেকুয়া) কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৩ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৩ AM

bdmorning Image Preview


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ৪৭ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ৪-১ গোলে কক্সবাজার জেলার চকরিয়া ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় ফুটবল দল খাগড়াছড়ি জেলাকে হারিয়ে চট্রগ্রামে বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকাল ৩ টার চট্রগ্রাম কলোজিয়েট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এবিষয়ে ইলিশিয়া জমিলা বেগমের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বলেন, ইলিশিয়া বেগম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র সালাহ উদ্দিনের নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল উপজেলা চ্যাম্পিয়ন হয়ে জেলায় খেলতে যায়। সেখানে তারা ভালো খেলা উপহার দিয়ে জেলায় চ্যাম্পিয়ন হয়। জেলা থেকে চ্যাম্পিয়ন হয়ে চট্রগ্রাম বিভাগে খেলতে যায় সেখানেও ভালো খেলা উপহার দিয়ে চট্রগ্রাম বিভাগ চ্যাম্পিয়ন হয়।

এদিকে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় চট্রগ্রাম বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার খবর শুনে এলাকার জনগণ আনন্দের জোয়ারব ভেসে যাচ্ছে।

ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে পক্ষে বিভাগীয় চ্যাম্পিয়ন ট্রপি গ্রহণ করেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবল মিয়া।

উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক জমিস উদ্দিন।

ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় চট্রগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার অভিনন্দন জানিয়েছেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম,চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শিবলী নোমান এবং চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা ফুটবল ফেড়ারেশনের সভাপতি ফজলুল করিম সাঈদী।

Bootstrap Image Preview